আমাদের কথা খুঁজে নিন

   

হেরে যাওয়া অপরাহ্নে

কোন শুভ ভোরে একটি শা ন্ত পায়রা উড়ে চলতে...... চলতে..... হঠাৎ ঝড়ের ধাক্কা খেয়ে বসল অজানা এক পাহাড়ে , জিরোবে বলে ...........। তা....র.প...র.... এভাবে কতকটা সময় পেরুল, চোখে তার মুগ্ধতা চমৎকার! ঢেউ খেলা করে পাহাড়ের বুকে শীতল জলে স্নান করে সে , এমনি করে খেলার মাঝেই সেই পাহাড়ে ফাঁটল দেখল পাখিটি, ক্রমাগত ছিটকে বেরুচ্ছিল আগুনের লেলিহান শিখা, ছুঁয়া লাগতে..ই হারিয়ে ফেলল দিশা, এ কোন পাহাড় ছুঁল সে! তার আপন গতি বদলে ফিরে এলো অ..নেক কষ্ট আর ক্ষোভে, হেরে যাওয়া কোন এক অপরাহ্নে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।