আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতার রাস্তায় ডালবড়া খেলেন ক্যামেরন!

নিরাপত্তার কারনে অনেক বিধিনিষেধ থাকলেও ঠিকই কলকাতার ভরদান মার্কেটের সামনে আয়েশ মিটিয়ে ডালবড়া খেয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আর চাটনিটাও বেশ মনে ধরেছে তার। জেনে নিয়েছেন রেসিপিটাও। কলকাতার স্বাদ উপভোগ করলেন যে দোকানের ডালবড়ায় মজে টুইটারে ছবি পর্যন্ত আপলোড করেছেন, তার নাম 'ভিক্টোরিয়া বড়া'!

গত বৃহস্পতিবার দিনভর ঠাসা কর্মসূচি। হাতে সময় ছিল মাত্র কয়েক ঘণ্টা।

তার মধ্যেই শহরের আস্বাদ নিলেন, দিলেন শহর সাজাতে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস। বোঝালেন, বৃটিশ ভারতের প্রথম রাজধানী কলকাতার প্রতি তার দরদ কতটা। তার মধ্যেই আইআইএমের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করা, রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইআইএমের ছাত্রী ঋষা চৌধুরী বা ডালবড়া বিক্রেতা অনুপম চৌহান—কলকাতা নিয়ে বৃটিশ প্রধানমন্ত্রীর আবেগে মুগ্ধ সবাই।

ফেরার পথেই বড়ায় মজেছিলেন ক্যামেরন।

বৃটেনের প্রধানমন্ত্রীর এমন 'ছেলেমানুষি'? তার তো রাশভারী হওয়ার কথা! ভুল। নিজেই যে বলে গেলেন, 'এজ ডাজ নট ম্যাট্যার। ' ঘণ্টা সাতেকে এই ক্যামেরনকেই চিনল কলকাতা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।