আমাদের কথা খুঁজে নিন

   

কর্মীর বদলে রোবট নিচ্ছে চীন

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, চীনে ঘড়ির কাঁটা ধরে শ্রমিকদের বেতন দিতে হয়। তাছাড়া বাড়তি সময়ের জন্য দিতে হয় বাড়তি মজুরি। এ অবস্থা থেকে উত্তরণে কর্মীর পরিবর্তে রোবট ব্যবহারের কথা জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।
প্রদেশটিতে ৮ হাজার ২০০ কোটি ডলার ব্যয়ে একটি ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হবে। এতে প্রতিবছর অন্তত পাঁচ হাজার কোম্পানিতে মানুষের কাজের জায়গা দখল করে নেবে রোবট।

চেচিয়াং প্রদেশের ইকোনোমিক অ্যান্ড ইনফরমেশন কমিশন জানিয়েছে, নতুন প্রযুক্তির ব্যবহার চালু হলে বিভিন্ন প্রতিষ্ঠানে আগের তুলনায় অন্তত সাত লাখ কর্মী কম প্রয়োজন হবে।
সুইজারল্যান্ডের রোবট নির্মাতা প্রতিষ্ঠান এবিবির চীনা শাখার প্রধান লি গ্যাং জানিয়েছেন, এতে ব্যাপক মানুষ চাকরি হারাবে তা নয়, বরং মানুষের কাজের জায়গায় রোবট ব্যবহার করা যাবে। অস্বাস্থ্যকর পরিবেশে মানুষের পরিবর্তে কাজ করবে রোবট। এছাড়া সৃজনশীল কাজেও রোবট ব্যবহারের পরিকল্পনা চলছে।
চীনের জীবনমান ধীরে ধীরে উন্নত হচ্ছে।

এখন আর বাংলাদেশ ও কম্বোডিয়ার মতো সস্তা শ্রমিক পাওয়া যায় না, দিতে হয় বাড়তি মজুরি।
শ্রমিক সংকট মোকাবেলা করতে চীনের উত্তরাঞ্চলে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের সংবাদপত্র চায়না ডেইলি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.