এবার গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানের সাবেক ১২ কর্মী। জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে চাকরি থেকে পদত্যাগপত্র জমা দিতে বাধ্য করার অভিযোগ এনে গ্রামীণফোনের ওই কর্মীরা সম্প্রতি এই মামলা করেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. সেলিম আহসান খান বাংলানিউজকে জানান, শ্রম আইনের ৩৩ ধারায় ঢাকার শ্রম আদালত-১ এই মামলা করা হয়েছে। এই আদালতের বিচারক মিয়া মো. শরীফ (জেলা ও দায়রা জজ)।
তিনি জানান, তার মক্কেলদের ট্রেড ইউনিয়ন করার দায়ে প্রথমে বরখাস্ত করা হয়।
পরবর্তী সময়ে ভয়ভীতি দেখিয়ে একটি লিখিত আদায় করা হয়। এরপর তাদের বরখাস্ত করার চিঠি প্রত্যাহার করে নেয় গ্রামীণফোন কর্তৃপক্ষ। আসলে তারা স্বেচ্ছায় পদত্যাগ করেননি। ভয় দেখিয়ে যে লিখিত নেওয়া হয়, তাকেই পদত্যাগপত্র হিসেবে দেখায় গ্রামীণফোন।
এর আগে গত ৩০ আগস্ট কর্মী ছাঁটাইয়ে দেশের বিদ্যমান শ্রম আইনের লঙ্ঘন হওয়ায় মোবাইল অপারেটর গ্রামীণফোনের সিইও টরে জনসেন ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা হারুণ ভাট্টির বিরুদ্ধে এই মামলা করেছিলেন প্রতিষ্ঠানের দুই কর্মী।
আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই গ্রামীণফোন কর্মীরা শ্রমিক ইউনিয়ন গঠনের জন্য রেজিস্ট্রেশন পেতে আবেদন করেন। আর ২৪ জুলাই রাত ১১টায় ২১৩ জনকে একযোগ চাকরিচ্যুত করার ই-মেইল বার্তা পাঠানো হয়।
মামলার বাদীরা হলেন— মো. আশরাফুজ্জামান, বরুণ কুমার দাস, আইয়ুব আলী, শেখ মো. সেলিম, মনোয়ারুল মোর্শেদ, রাজু আহমেদ ইবনে হাবিব, সাইফুল হক খান, শরীফুল ইসলাম, জাফর ইকবাল ও ইমতিয়াজ মাশরার পাশা
সুত্রঃ Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।