শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে কচুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এবারত আলি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৫৫ জনকে আসামি করা হয়েছে।
ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের আগের রাতে (রোববার) শৈলকুপার শেখপাড়া বাজারে জামায়াত-শিবির কর্মীরা কয়েকটি চলন্ত ট্রাক লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
এরপর চালক ও সহকারী পালিয়ে গেরে তারা ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে চারটি ট্রাক পুড়ে যায়।
জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে মানবতবিরোধী অপরাধ মামলায় রায় দেয়ার দিন সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যার হরতাল ডাকে দলটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।