(প্রিয় টেক) বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে সেলফোনের গ্রাহকসংখ্যা ১১ কোটি ছাড়িয়ে গেছে। সেলফোন অপারেটরগুলোর প্রদত্ত তথ্য অনুযায়ী এ পরিসংখ্যান প্রকাশ করেছে বিটিআরসি। ১৬ কোটি মানুষের দেশে ১১ কোটি সেলফোন গ্রাহক, শুনে কারো কারো মনে কিছুটা বিস্ময় জাগতেই পারে! দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এ পরিসংখ্যানের সত্যতা নিয়ে কারো কারো মনে সন্দেহ জাগাটাও অস্বাভাবিক নয়। এ নিয়ে তারা প্রশ্নও তুলতে পারেন। বলতে পারেন, তাহলে তো প্রতি চারজনে তিনজনের হাতেই সেলফোন থাকার কথা। আদতে তা নেই কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।