আমাদের কথা খুঁজে নিন

   

নিশার বৈঠক: সুখবর আশা করছে বিজিএমইএ

রোববার দুপুরে ঢাকার একটি হোটেলে ওই বৈঠকের পর বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, “তার সঙ্গে ভাল আলোচনা হয়েছে। জিএসপি নিয়ে ভাল খবর পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। ”
তিনি জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন নিশা দেশাই।
আতিকুল বলেন, “আমরা উভয় পক্ষই বলেছি, আমরা একসঙ্গে কাজ করব। ”
বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমরা উন্নয়নের জন্য বাংলাদেশিদের সঙ্গে একসাথে কাজ করার সুযোগকে স্বাগত জানাই।


নিশা বলেন, “আমি মনে করি, বাংলাদেশের অর্থনীতির জন্য এখানে গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। শ্রম পরিবেশের উন্নয়ন ঘটিয়ে বাংলাদেশের সমৃদ্ধি অব্যাহত রাখতে মালিক, শ্রমিক, সরকার, সুশীল সমাজ, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। ”
তিনি বলেন, পোশাক শিল্প খাতের নেতাদের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ, সুন্দর ও মুক্ত আলোচনা হয়েছে।
বিজিএমইএ সভাপতি জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা স্থগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ ছাড়াও তৈরি পোশাক পণ্যের জন্যে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধাও চেয়েছেন তারা।
এছাড়া মজুরি বোর্ডের প্রস্তাবিত মজুরি দিতে বিজিএমইএ সম্মত হওয়ার পরও পোশাক খাতের অস্থিরতা অব্যাহত থাকায় তারা তাদের উদ্বেগের কথা নিশাকে জানিয়েছেন।


গত বছর অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংগঠন ‘আমেরিকান অর্গানাইজেশন অব লেবার-কংগ্রেস ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (এএফএল-সিআইও) বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের আবেদন করে।
তাদের অভিযোগ ছিল, পোশাক ও চিংড়ি খাত এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রম অধিকার সংরক্ষিত হচ্ছে না এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথেষ্ট নয়।
এর ঠিক পরের মাসেই আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে আগুন লেগে ১১০ শ্রমিকের মৃত্যু হয়, যাতে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে নিরাপদ কর্মপরিবেশের অভাব এবং শ্রমিক অধিকারের বিষয়গুলো নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে।
এরপর যুক্তরাষ্ট্রের শ্রমিক ইউনিয়নগুলোর আহ্বানে সাড়া দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা গত জানুয়ারিতে জিএসপি সুবিধার বিষয়টি পর্যালোচনার উদ্যোগ নেন।
যুক্তরাষ্ট্রের সিনেট কমিটিতে এ বিষয়ে শুনানির মধ্যেই গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১ হাজার ১৩০ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক।


এর পর এবছরের মাঝামাঝি কারখানার কর্ম পরিবেশের উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) স্থগিত করে যুক্তরাষ্ট্র।
জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেসের (জিএসপি) আওতায় বাংলাদেশ পাঁচ হাজার ধরনের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করতে পারত, যদিও এর মধ্যে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক নেই।
তিন দিনের সফরে শনিবার বেলা সাড়ে ১২টার সময় জাপান থেকে বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী।
এর আগে সকালে আইএলও প্রতিনিধি এবং আমেরিকান সলিডারিটি সেন্টারের বাংলাদেশ প্রতিনিধি শ্রমিক সংগঠক বাবুল আক্তার ও কল্পনা আক্তারের সঙ্গে কথা বলেন নিশা।
রাতে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।


ঢাকা ছাড়ার আগে সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে দেখা করবেন নিশা।
এর বাইরে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাদের পাশাপাশি শ্রমিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।