আমাদের কথা খুঁজে নিন

   

নিশার জন্যে আমার লেখা প্রথম কটি লাইন, আমি ওকে হারিয়ে ফেলেছি, হয়ত চিরতরে....

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। “বিকেলের সূর্যের আবির আকর্ষণ হয়ে, কেন খেলা করছ এই মনে? তুমি কি সেই জনা? অপেক্ষাতে ছিল যার এই মনটি? যার আসবার পূর্বাভাসে, এই মন শেখেনি আজও, কি করে ভালবাসে। পলকহীন ওই চোখে তাকিয়ে থাকা যেন জীবনের সবকিছু, জীবন মানে যেন দুকদম হেঁটে যাওয়া, তোমার পিছু-পিছু। তুমি আসছ জানি, দুর্বার ঘূর্ণি হয়ে, আসছ, এই মনে যাবে রয়ে, সেই আঁশে, এক্ষণে এই মন, তোমায় ভালবাসে। তুমি যেন মন মরুতে তৃষ্ণার জল, বিপথগামী-বিপদাচ্ছন্ন মনের দিশা, তুমি আমার সব কিছু, নিশা।।”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।