আমাদের কথা খুঁজে নিন

   

নির্লজ্জ পদাবলী-৫: নিশার ডাক

সত্য সমাগত, মিথ্যা অপসৃত...............।

‘হলোই যখন রাত্রি তিমির, নাইবা গেলে আজকে শিবির। রয়েই যাও না দুইটি প্রহর, প্রেমে ভরাও আমার অন্তর। হবে যখন সূর্য উদয়, চলে যেও তখন না হয়?’ ‘হয় না যে তা প্রিয়তমা, অনেক হিসেব আজো জমা! সূর্যোদয়ের কথা বলছো? সেইদিন কি ভুলে গেছো? সূর্য নিয়েই ফিরবো বলে গেলাম আমি যুদ্ধে চলে!’ ‘সোনা আমার, যাদু আমার, নাড়ি ছেঁড়া ধনরে আমার, থেকে যা না আজকে রাতে, চলে যাবি কাল প্রভাতে? মায়ের মনে দুঃখ দিয়ে, সুখ পাবি তুই কোথা গিয়ে?’ ‘প্রানের প্রিয় মাগো আমার, হয়ে যাচ্ছে রাত্রি কাবার। রাতের আঁধার সরিয়েই তো, আনবো আমি প্রভাত যত।

এবার যেতে দাও না গো মা, দাও ফুঁকিয়ে পাঁচ কলেমা। ’ ‘হৃদয়খনি ছেলে আমার, নাম রেখেছিস তুই যে আমার। জয়ী হয়ে আয়রে ফিরে, গাইবে সবে তোকেই ঘিরে। বলছি তবু, এই রাতটা, থেকে গেলে হোত না বেটা?’ ‘বাবা তুমি, ভেবো নাতো, আসবে এমন রাত যে কত। ভোরের আগেই পৌঁছতে হবে, দেশের তরে লড়তে হবে।

বিদায় বাবা, বিদায় মা’কে, ভালবাসা প্রিয়তমাকে। ’ /* উপরের পংক্তিগুলো যখন আমার কলম দিয়ে বেরিয়ে ছিল, তখন আমার বয়স আঠারো ও পুরো হয় নি। ফলে, সেই কাঁচা বয়েসের উপচানো আবেগ একে ঠিক কবিতা হতে দেয় নি। তারপরেও ভাল লাগা কবিতা, দিয়ে দিলাম। * / নির্লজ্জ পদাবলী-৪( পূজোর মানুষ ।

) নির্লজ্জ পদাবলী-৩ (নির্লজ্জ প্রহর ) নির্লজ্জ পদাবলী-২(কতটা এগুলে মানুষ ?) নির্লজ্জ পদাবলী-১( হৃদয় চেয়োনা, নারী । )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।