আমাদের কথা খুঁজে নিন

   

রহস্যের গুহায় ডুবি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

রহস্যের গুহায় ডুবি শাফিক আফতাব............... আমি রহস্যের গুহার ভেতর ক্রমাগত লুকোতে থাকি __ পুলকের পিচ্ছিল পথ বেয়ে চলে যাই এক আনন্দলোকে, সেইখানে আবার গান গায় অজস্র হাওয়ার পাখি __ সুরায় সুধায় আর মদির মাতালতায় নুয়ে যাই লতাশাখে। হাওয়ার ঘ্রাণে বাড়ে পুলকের বৃক্ষ, বক্ষ তার অনুভূতিপ্রবণ ক্রমেই নিমিষেই সে ঘুরে আসে পৃথিবীর তাবৎ পর্বতমালা __ সমুদ্রের অতলে জালের গভীর থেকে নিয়ে আসে শিল্পেরকলা, তারই স্পর্শে নিমিষেই তারায় ভরে যায় অঘ্রাণের নরমগগন।

এক অদৃশ্য বাজিকরের হস্তস্পর্শে খুলে যায় পরিহিত বস্ত্রবসন__ এক নিপুণ শিল্পীর পটে আঁকা ভাস্কর্য দৃষ্টিগ্রাহ্য হতেই পুড়ে যাই ; সাত সমুদ্র আর তেরনদী পেরিয়ে আমি যেন উধাও কোথাও ধাই আমাদের ঠোটেঁ স্বর্গলোকের থেকে ক্রমশ জমা হতে থাকে লবন। তুমি এলে__অামি অন্তর্গত সুন্দরের গুহায় ডুবি ধরতে রঙিন মাছ __ তুমি এলে বড় ঘ্রাণময় হয়ে ওঠে, বাতাস, গাছ, মেঘে ঢাকা অাকাশ। ১৭.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।