আমাদের কথা খুঁজে নিন

   

রানা প্লাজার দেড়শ স্বেচ্ছাসেবককে সংবর্ধনা

একজন

রানা প্লাজার দেড়শ স্বেচ্ছাসেবককে সংবর্ধনা দেশে এই প্রথমবারের মতো সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় নিহত-আহত পোশাক শ্রমিকদের উদ্ধার কাজে নিয়োজিত ১৫০ জন স্বেচ্ছাসেবককে সংবর্ধনা দেয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ) মিলনায়তনে শনিবার এই সংবর্ধনা দেয়া হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি থাকবেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিফিল ডিফেন্সের প্রকল্প পরিচালক মোঃ আতাউল হক, সাভার সেনানিবাসের এনডিসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলতি বছরের ২৪ এপ্রিল দেশের ইতিহাসে ঢাকা জেলার সাভারের রানা প্লাজায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এতে ৫টি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক আটকে আহত হন এবং এর মধ্যে মারা যান ১১৩৩ জন পোশাক শ্রমিক। আহত-নিহত এই শ্রমিকদের উদ্ধারে দেশের বিভিন্ন এলাকা থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্বেচ্ছাসেবীরা। উদ্ধার করার সময় একজন স্বেচ্ছাসেবী গুরুতরভাবে আহত হয়ে মারাও গেছেন। তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক সংবর্ধনার এ উদ্যোগ নিয়েছে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের তথ্যের ভিত্তিতে তালিকা করে ১৫০ স্বেচ্ছাসেবককে আগামী শনিবার এই সংবর্ধনা দেয়া হচ্ছে।

এরপর আরো নামের তালিকা পাওয়া গেলে তাদেরও সংবর্ধনা দেয়া হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ মাহফুজুর রহমান গত বুধবার ভোরের কাগজকে বলেন, যারা নিজের জীবনকে তুচ্ছ করে অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়েন তাদের স্মরণীয় এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশের স্বার্থে সেবামূলক কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন সংগঠনের তথ্যমতে, রানা প্লাজায় দুর্ঘটনায় এখানো নিখোঁজ রয়েছেন ৩৬৩ জন পোশাক শ্রমিক। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে ৩২২ জনের মধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে সম্প্রতি ১৫৭ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে তাদের আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানা গেছে।

ওই ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের আহ্বানে সাড়া দিয়ে দেশে কার্যরত বিভিন্ন ব্যাংক ও আির্থক প্রতিষ্ঠান আহত-নিহত শ্রমিকদের প্রায় দেড়শ কোটি টাকা আর্থিক সহযোগিতা করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.