সকল অনিয়মের বিরুদ্ধে... ইদানীং ফুটপাথে হাঁটার সময় আচমকাই সামনে আবিষ্কার করি জলজ্যান্ত মোটর সাইকেল...এক বা একাধিক। রাস্তার ভিড় ঠেলে যাওয়ার মত ধৈর্য তাদের থাকে না, তারা বড়ই ব্যাস্ত। তারা ভাবে না, ফুটপাথ মোটরসাইকেল চালনার ক্ষেত্র নয়, মানুষের হাঁটার জায়গা। অনেকেই এমন আচমকা আকাশ ফুঁড়ে মোটরসাইকেল আগমনের কারণে শরীরের ভারসাম্য রক্ষা করতে না পেরে পড়ে যাচ্ছেন। তাদের স্থান হচ্ছে ফুটপাথের পাশের নালা-নরদমায়।
আর মোটর সাইকেল আরোহী তখন কোথায়? তার উড়ালপঙ্খী উড়িয়ে পগারপার। এই স্বভাবের পরিবর্তন দরকার। সবারই তাড়া থাকে। তাই বলে মানুষের নিরাপদে হাঁটার জায়গাটাও দখল করে নিতে হবে? কে জানে, হয়তোবা ওইভাবে নালা-নর্দমায় পড়ে থাকতে পারেন আমাদেরই কোন বয়োবৃদ্ধ স্বজন, আদরের ছোট বোন অথবা কোন শিশু। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আসুন এই ঘটনাকে প্রতিরোধ করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।