আমাদের কথা খুঁজে নিন

   

ফুটপাথে হাঁটা যাবেনা

পরিশ্রম নয় তেলবাজিই সাফল্যের চাবিকাঠি ঢাকায় প্রায় সকল রাস্তার পাশেই ফুটপাথ আছে, তবে সেগুলো পথচারির ব্যবহারের সুযোগ নেই। কারন ব্যস্ত এলাকাগুলোতে সেখানে বসে হরেক পন্যের দোকান। আর হঠাৎ যদি কোন ফুটপাথে দোকান নেই দেখেন, তবে নিশ্চিত সেখানে মলমূত্র ত্যাগের বিনামূল্যে ব্যবস্থা থাকবে, ফলে সেসব আবর্জনা মাড়িয়ে না হাটাই ভাল। অনেকেই বাড়ি বানানোর ইট-বালু রাখার জন্য ফুটপাথকেই বেছে নেন। আমাদের দেশে এত আরামে বাড়ি বানানোর সুযোগ আর কোথায় পাবো।

ঢাকার উদ্বাস্তু জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এদের বাসস্থানের ব্যবস্থা করেছে সিটি করপোরেশন ফুটপাথেই। এখানে দিনে রান্না করে, রাতে মশারি টানিয়ে কোনরকমে চলে যাচ্ছে তাদের জীবন। আমাদের বাহাদুর বাইক চালকেরা প্রায়ই তাদের দ্বিচক্রযান নিয়ে উঠে যান এই ফুটপাথে। আবার নিরীহ পথচারিদেরকে হর্ন বাজিয়ে তাদের যাবার পথ করে দেবার নির্দেশ করেন।

অদ্ভুত এক দেশ। অনেক এলাকায় এই ফুটপাথ গাড়ি পার্কিয়ের মত গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহৃত হয়। ফুটপাথের এমন রকমারি ব্যবহার এই নগরবাসীর জন্য নিঃসন্দেহে এক পরম আশীর্বাদ। এসব উপেক্ষা করেও যদি ফুটপাথে হাটতে যান তবে সেখানে আপনার জন্য রয়েছে ডোবা-নালা, ভাঙা ম্যানহোলের গর্ত, ডাস্টবিনের ময়লা। সমাধান: পথচারি সব হাটেন রাস্তায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।