আমাদের কথা খুঁজে নিন

   

ফুটপাথে টেকনোলজির ছোঁয়া

ফুটপাথের মেঝেতে টালি বা কনক্রীটের ঢালাই ব্যবহারের বদলে বিজ্ঞানীরা পাথুরে সোলার প্যানেল ব্যবহারের পরিকল্পনা করছেন। ইতোমধ্যে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ক্যাম্পাসে এটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। এই ফুটপাথটি দিনের বেলা সূর্যের আলো থেকে শক্তি তৈরি করে রাতে তার সাহায্যে ফুটপাথটি আলোকিত করে!

এই মুহূর্তে মা্ত্র ১০০ ফিট জায়গায় এটি তৈরি করা হলেও এর মাধ্যমে ভবিষ্যতে যে অন্তত স্ট্রিট-লাইট জ্বালানের ব্যবস্থা করা সম্ভব হবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। এটার উপর দিয়ে হাটার অনুভূতি সাধারণ কনক্রীটের চেয়েও কম পিছল, এমনটিই বলেছেন সবাই।

এবার ফুটপাথের টেকনলোজি নয়, ফুটপাথের উন্নতি সাধনে টেকনলোজির ব্যবহার করার উপায় বের করেছেন আরেকদল গবেষকেরা। তারা Fix নামের একটি অ্যাপ তৈরি করেছেন, যার মাধ্যমে ব্যবহারকারীরা ফুটপাথ বা রাস্তার আশেপাশে কোনও প্রকার সমস্যা বা ক্ষতি চোখে পড়া মাত্র সিটি কর্পরেশনের কাছে জানাতে পারবেন। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।