আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংক ছাড়া সব খাতের শেয়ারের দাম বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন দুটোই বেড়েছে ।
এদিন ডিএসইতে প্রায় ৫৮০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা রোববারের চেয়ে ৮১ কোটি টাকা বেশি।
বাজারের সাবির্ক সূচক ডিএসইএক্স প্রায় ২৩ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ২৭৯ পয়েন্ট।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি ৩৪ লাখ টাকা বেড়ে ৫৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক ৬০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৮১ পয়েন্ট হয়েছে।


সোমবার ডিএসইতে লেনদেনে থাকা ১৯২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৩টির দাম এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্ট হয়েছে।
গত তিন সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৪৪২ পয়েন্ট বেড়েছে। দৈনিক গড় লেনদেন ৩৪৯ কোটি থেকে ৪৭৪ কোটি টাকায় উঠে এসেছে ।
এর আগের চার সপ্তাহে সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায় এবং দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে আসে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.