আমাদের কথা খুঁজে নিন

   

আর্নেস্ট শ্যাকল্টন [দক্ষিণ মেরু অভিযান]

আর্নেস্ট শ্যাকল্টন [১৫ ফেব্রুয়ারি ১৮৪৭-৫ জানুয়ারি ১৯২২] ছিলেন একজন ব্রিটিশ মেরু অভিযাত্রী, যিনি মোট তিনবার দক্ষিণ মেরু জয়ের চেষ্টা করেছিলেন। মূলত তার হাত ধরেই এন্টারটিকা অভিযানের জয়যাত্রা শুরু হয়েছিল। তার স্বপ্ন ছিল একটাই দক্ষিণ মেরুর মধ্যবিন্দুতে পেঁৗছে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে দক্ষিণ মেরু বা বরফ রাজ্য জয় করা। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। একবার, দুইবার তিনবারের চেষ্টাতেও তিনি তার লক্ষ্যে পেঁৗছাতে পারলেন না। ব্যর্থতার পর করা শ্যাকল্টনের একটি উক্তি ইতিহাসে অমর হয়ে আছে। তিনি অনেক কষ্টে জীবিত ফেরত এসে বলেছিলেন, 'আমি বিস্মিত হই এই ভেবে যে, সাফল্য আর ব্যর্থতার মাঝে ফারাকটা কত সূক্ষ্ম'। বরফের ভেতর জাহাজ আটকে গেলে ১৯১৪ সালে শুরু করা শ্যাকল্টনের তৃতীয় অভিযানটি ব্যর্থ হয়। এরপর প্রায় দুই বছরের সংগ্রাম শেষে তারা নিরাপদে লোকালয়ে পেঁৗছাতে সক্ষম হন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.