লুদমিলা ডাবায়বা এবং লুদমিলা ট্রমিয়বা। শুধু নামেই মিল নয়, একই দিনে একই হাসপাতালে মিল আছে তাদের সন্তান জন্মদানের ক্ষেত্রেও। কিন্তু এই মিলটাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিপত্তির কারণ হয়ে দাড়াল। ফলাফলে নামের মিলের কারণেই ভুল করে একজনের সন্তান অন্যজনের কাছে হস্তান্তর করেছিল তারা।
দুই মায়ের শত আপত্তি সত্ত্বেও কানে তোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে ডিএনএ টেস্ট করে সমাধান মিলল। ঘটনা রাশিয়ার নাবেরেজাইন কেলমি হাসপাতালে।
তবে শেষটায় ভালো খবরই পাওয়া গেল, ১০২ দিন পর নিজেদের সন্তান আবার ফিরে এলো নিজ নিজ মায়ের কোলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।