আমাদের কথা খুঁজে নিন

   

থু-থু মারি আমাদের এমন বিবেক কে।

ওহে মনুষ্য জাতি!!!আপনাদেরকে বলছি একটু শুনুন। শুন হে মনুষ্য জাতি!!!তোমাদের মাগনা একটা উপদেশদিতেছি। । মাইন্ড কইরো না.........শীতার্থদের জন্য টাকা দিয়া কিছু করতে না পারলে তোমাদের আলমারি বা ওয়ারড্রবের ভিতরে পরে থাকা পুরাতন শীতবস্ত্র গুলা ওদের দান করে দাও। ।

গতকাল রাতে রাজধানীর মিরপুরে ১০ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষন এর পর হত্যা করা হয়েছে। মেয়েটির মা জানায় বিকালে মেয়েটি খেলতে গেলে আর বাসায় ফিরে আসেনা। পরে নিকটস্থ বস্তি থেকে তার লাশ উদ্বার করা হয়। বুঝতাছানি গত এক সপ্তাহে তিনটা ধর্ষনের ঘটনা ঘটল , দেশে কিন্তু সবাই নির্মম ভাবে চুপ। কোথায় এখন আমাদের নারীবাদি মানবতাবাদীরা নাকি তারা আমাদের মৃত মিডিয়ার কুলখানিতে গেছে।

যেখানে আমার দেশের মিডিয়া আর চুশীলেরা ভারতে গনধর্ষনের ঘটনায় ঘন্টায় ঘন্টায় আপডেট দিত। সেখানে নিজের দেশে পরপর তিনটা ঘটনা ঘটল অথচ কেউ কিছু বলছে। নাকি দাদাদের মত লুইচ্চাগো দেশে পরিনিত হলে আমার দেশটা তারপর তাদের মুখ খুলবে??? সেই সাথে আমি সেসব নারীবাদী মানুষদের জিজ্ঞাস করতে চাই, যারা বাংলাদেশে থেকেও ভারতের ঐ মেয়ের জন্য তাদের আপডেট স্ট্যাটাস উলট পালট করেছেন তারা কি এখন করছেন?? করবেন কেন?? আমরা তো বাঙালি ঠিকই। আমাদের দেহে তো দালালের রক্ত বয়ে চলতেছে। নিজের দেশের খবর নাই।

নিজের দেশেরই তিন তিনটা মেয়ে তাদের ইজ্জত আর জীবন দুটাই হারালও আর আমরা অন্য দেশের জন্য কাঁদি। থু-থু মারি আমাদের এমন বিবেক কে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।