আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতার সিনেমা উৎসব ও ফারুকীর চলচ্চিত্র

আহমেদ বায়েজীদের ব্লগ

(এটি কোন ব্লগ নয়, সাম্প্রতিক ঘটনার বিষয়ে একান্ত নিজস্ব মতামত। ) তিশার ছবি নাকি ছাপেনি কলকাতার পত্রিকাগুলো। দোষটা দাদাদের না। আমাদের দেশের কিছু দাদা পাগল আবাল আছে। ওপারের কিছু হলেই আমদের মিডিয়া হামলে পড়ে।

জন্মদিন মৃত্যু- হ্যান ত্যান যাই হোক বিশেষ আযোজন চাই। এমন কি ব্রেকিং নিউজও হয়। আর এই কারনেই ওরা আমাদের মূল্যায়ন করে না। আমাদের দেশী দালালগুলো নিজেদের কে এখনও ওদের পাায়ের কাছে রাখতেই যোগ্য মনে করে। খেয়াল করুন- গ্রামে শহর থেকে সাহেব আসলে যে গরীব লোকটি দৌড়ে গিয়ে লাগেজ কাধে তুলে নেয় সে কিন্তু সাহেবের সাথে এক টেবিলে বসে খেতে পারে না।

তাকে বাইরের ঘরে দুটো বিস্কুট খাইয়ে বিদায় দেয়া হয়। আমাদের আচরণের কারনেই কলকাতা আমদের দাম দেয় না। আমরা নিজের অবস্থা-অবস্থা-ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে দাদা তোষন করি। আর এতে সবচেয়ে বেশি ভুমিকা রাখে কিছু মিডিয়া। হয়তো বলতে পারেন মেহমানদারি কথা।

কিন্তু আমরাে যেটা করি সেটা মেহমানদারি নয়। তোষনের পর্যায়ে পরে। হয়তো বলতে পারেন মেহমানদারি কথা। কিন্তু আমরাে যেটা করি সেটা মেহমানদারি নয়। তোষনের পর্যায়ে পরে।

(সময় কম তাই পুরো রাগটা ঝাড়তে পারলাম না। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।