প্রিয়মুখ যখন ম্রিয়মান থাকে
থাকে মলিন, ব্যথায় কাতর-
বেদনাভা বার বার ফুটে ওঠে
ওষ্ঠযুগল শুষ্ক থাকে
ক্রন্দনরেখা সুপ্ত রেখে
ভুলতে চায় সব কাতরতা,
নীরদবরণ চেহারায় থাকে না কোন দ্যুতি,
নিবে যায় সব আলো-আভা-জ্যোতি।
নীল বেদনার বিষাক্ত ছোবল
যে দেখেছে
যে বুঝেছে
হৃদয়ে তার হয়েছে রক্তক্ষরণ।
কষ্ট হাসি আর কথকতা
বাড়িয়ে দেয় যে মনোব্যথা
মনের গহীনে ধুমায়িত যত কান্না
জমে হয় কত হীরক-মোতি-পান্না।
যখন প্রিয়মুখের মন প্রাণ
উচ্ছ্বল-উজ্জ্বলতায় উজাড় থাকে
সুখ সুখ ওম তখন
এখানে ওখানে ঘুর ঘুর করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।