আমাদের কথা খুঁজে নিন

   

জলছবি বাতায়ন সাক্ষাৎকারমূলক আয়োজন "প্রিয়মুখ" পর্ব-১

------ সূচনা পর্বের অতিথি আমাদের সবার পরিচিত লেখক জনাব "মোঃ মোসাদ্দেক হোসেন। http://jalchhabibatayan.com/archives/9175 দেরীতে হলেও আমরা একটি আয়োজন সুন্দর ভাবে শুরু করতে পেরেছি। জনাব মোসাদ্দেককে জলছবি বাতায়ন পরিবাবের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি আয়োজনের ধারনা দেয়ার জন্যে। আর আমরা পর্যায়ক্রমে তুলে ধরব জলছবি বাতায়নের প্রতিটি লেখকের পরিচিতি সাক্ষাৎকারমূলক আয়োজন "প্রিয়মুখ" এর আয়োজনে। সবার প্রোফাইল আপডেট রাখুন আর খোলা রাখুন আপনাদের জলছবি বাতায়ন।

জলছবি বাতায়ন। সবার প্রিয় একটি বাতায়ন, সবার প্রিয় উন্মুক্ত সাহিত্য মঞ্চ। এক অচেনা সুতোর নিবিড় বন্ধন। বাংলা ভাষাভাষী আমরা অনেকেই দেশে এবং দেশের বাইরে থেকে এই বাতায়নে লেখালেখি করছি। লেখালেখির পাশাপাশি সহ লেখকদের সঙ্গে তৈরী হয়েছে এক প্রীতির বন্ধন।

আমরা অনেকেই হয়ত এখন পর্যন্ত অনেক প্রিয় মুখকেই দেখিনি, কিন্তু এই বাতায়নের লাল নীল সাদা পাতায় কালো অক্ষরে তাকেই মনে হয় কত আপন। তবে আমাদের অনেকেরই বড় সৌভাগ্য হয়েছিল এবার ১ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে শাহবাগের পাবলিক লাইব্রেরিতে একসাথে মিলিত হবার। জলছবি বাতায়নের মহান একুশে সংকলন, সাহিত্য সংকলনসহ জলছবি প্রকাশনের আরো বেশ কিছু বইয়ের মোড়ক উন্মোচন হয়। আর পরিনত হয় এক মিলন মেলার। যাদের প্রতিদিন জলছবির ভার্চুয়াল পেজে অনলাইনে দেখতাম, তারা সবার সাথে, সবার সামনে।

কি অপূর্ব অনুভূতি। তবে সময়ের অভাবে সবার সাথে ঠিকমত কথাই বলা হয়নি, জানা যায়নি অনেককিছু। আর আমাদের আয়োজন "প্রিয়মূখ" খুলে দিয়েছে সেই বাতায়ন। আজকের এই পর্বে জলছবি বাতায়নের লেখক ও পাঠকদের মুখোমুখি হবেন আমাদের প্রিয় মোসাদ্দেক । জলছবি বাতায়নের পাতায় তিনি নিজের সম্পর্কে লিখেছেন এভাবে- "বাংলা আমার প্রণের স্বর, বাংলা আমার মা, বাংলা তুমি কন্ঠ আমার স্বপ্নের পূর্ণতা।

আমার ব্লগে আপনাকে স্বাগতম...... আমি ব্লগার মোসাদ্দকে। পূর্ণ নাম মোঃ মোসাদ্দকে হোসেন। জন্ম ২১ এপ্রিল ১৯৯৩ খ্রিষ্টাব্দ দিনাজপুরে । পড়াশোনা বর্তমানে স্নাতক-সম্মান শ্রেণীতে পড়া-লেখা করছি। প্রথম লেখা প্রকাশিত হয় 'প্রথম আলো ব্লগে'।

এছাড়াও বাংলানিউস২৪.কমে বাংলাদেশের প্রথম অনলাইন শিশু-সাহিত্য পত্রিকা 'ইচ্ছেঘুড়িতে' নিয়মিত ছড়া লিখছি। মুদ্রণ প্রকাশনার মধ্যে আছে একটি ম্যাগাজিনে 'শান্তির ছায়া নেমে আসুক' নামক একটি কবিতা। এছাড়া এবারের বইমেলায় জলছবি বাতায়নের দুটি বই সহ আরও দুটি সংকলনে কবিতা প্রকাশিত হয়। আমার প্রিয় ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাস। ভাললাগে ছবি আঁকতে, ছবি তুলতে পুরাতন ইতিহাস সংগ্রহ করে রাখতে।

অনুপ্রেরণা পাই এ পৃথিবীকে আমায় ক্ষুধা মুক্ত করতে হবে। শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দিতে খুবই ভাল লাগে। । আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোন প্রয়োজনেঃ এই ঠিকানায়। আমার প্রোফাইলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

তিনি উন্মুক্ত সাহিত্য মঞ্চ জলছবি বাতায়নে আছেন ১৯ আগস্ট ২০১২ থেকে। তার দেয়া সর্বমোট পোস্ট ৬১টি। তার প্রিয় পোষ্টের তালিকায় আছে ৫টি পোষ্ট। তার সম্পর্কে জানতে ক্লিক করুন এই লিংকে। Click This Link আপনারা প্রশ্ন করতে পারেন আজকের পর্বের লেখককে।

তিনি যদি সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর জানাতে না পারেন তাহলে ধৈর্য ধরুন। তিনি সময় করে অবশ্যই সব প্রশ্নের উত্তর দেবেন। আপনাদের যা জানতে ইচ্ছা করে তাই নিয়ে প্রশ্ন করুন। প্রশ্নের বিষয়ে কোন ধরা বাধা নিয়ম নেই তবে লেখককে বিব্রতকর অবস্থায় পড়তে হয়, তিনি উত্তর দিতে কুন্ঠিত বোধ করবেন এমন প্রশ্ন না করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। পাঠকদের পাশাপাশি আমারও জানতে ইচ্ছে করে, তাই আমার পক্ষ থেকেও কিছু প্রশ্ন আছে.. (১) কবে থেকে লেখালেখি করছেন? ৬ (২) কীভাবে লেখালেখির জগতে এলেন? (৩) প্রকাশিত গ্রন্থ ক’টি? (৩) আপনার প্রিয় লেখক কে? (৪) আপনার প্রিয় উক্তি কোনটি, জানতে চাই।

(৫) লেখালেখি নিয়ে আপনার ভাবনা বলুন... জলছবি বাতায়নের সুপ্রিয় পাঠক বন্ধুরা আপনারা প্রশ্ন করতে পারেন। নিজে প্রশ্ন করুন; অন্যজনকে প্রশ্ন করতে উৎসাহিত করুন। আশাকরি সূচনা পর্বের প্রিয়মুখ'র সাহিত্য আড্ডা ভালো লাগবে সবার কাছে, আমরা অনেক কিছু জানতে পারব। ধন্যবাদ সবাইকে। শুভ কামনা।

হাসান ইকবাল সহ-সম্পাদক জলছবি বাতায়ন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।