ভিঞ্চির চাইতেও ভালো ছবি আঁকতে চান এক পেইন্টার। কল্পনায় ভিঞ্চির সঙ্গে তর্ক-বির্তক করেন তিনি। কিন্তু ভিঞ্চির চাইতে ভাল ছবি আকতে ব্যর্থ হন। কারণ শিল্পের জন্য ধ্বংস ডেকে আনে এমন কাজে মেতে ওঠেন ওই শিল্পী। আবুল হায়াত অভিনয় করছেন লিওনার্দো দ্য ভিঞ্চির ভূমিকায়।
এ প্রসঙ্গে তিনি বলেন,“ভিঞ্চির চরিত্রে অভিনয় আমার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। খুব ভালো লেগেছে। ”
শাহাজাহান সৌরভের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। তার সঙ্গে অভিনয় করছেন শাহাদত হোসেনসহ আরও অনেকে।
বর্তমানে আবুল হায়াত অভিনীত পাঁচটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে।
সম্প্রতি ‘ইয়েস বস নো বস’ নামের একটি ধারাবহিক নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পরিচালক কচি খন্দকারের সঙ্গে। আরও বেশ কয়েকটি নাটকে অভিনয়ের বিষয়ে কথা চলছে বলে জানালেন আবুল হায়াত।
আবুল হায়াত পরিচালিত ধারাবাহিক নাটক ‘বনফুলের গান’ প্রচার করছে বিটিভি। বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আইয়ের জন্য একটি নাটক নির্মাণের পরিকল্পনার কথাও বলেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।