প্রথমেই আমি তাকে যাদু করতাম
বিবিসিতে প্রচারিত লিওনার্দো দা ভিঞ্চি (২০০৪) প্রামাণ্য চিত্র
বিবিসিতে লিওনার্দোকে নিয়ে দেখানো হয়েছিল এক অসাধারণ জীবন কাহিনী। আড়াই ঘন্টার এই প্রামাণ্য চিত্রে লিওনার্দোর শৈশব থেকে মৃত্যু অবধি লিওনার্দোকে দেখানো হয়েছে। এখানে পর্যায়ক্রমে বর্ণনা করা হয়েছে লিওনার্দোর আবিস্কার সমূহকে, যেমন, ট্যাঙ্ক, গ্লাইডার, জলপোষাক, প্যারাস্যুট ইত্যাদি। তার কল্পণার সঙ্গে এই জিনিসগুলোর বাস্তবে কতটুকু মিল ছিল তা দারুণভাবে ফুটিয়ে তুলেছিল এই ডকুমেন্টারিটি। ইউটিউবে এটি ১৮ টি খণ্ডে পাওয়া যায়।
প্রথম পর্ব টি এখানে
১৮ টি পর্ব প্লে লিস্ট হিসাবে দেখুন
ভিডিও গুলোর হাইকোয়ালিটি mp4 ডাউনলোডের জন্য আমার পূর্ববর্তী ব্লগ দ্রষ্টব্য
লিওনার্দোর অনলাইন গ্যালারীর লিংক সমূহ
১. ১৪৮০ এর আগের পেইন্টিং
২. ১৪৮০ এর পেইন্টিংসমূহ
৩. ১৪৯০ এর পেইন্টিংসমূহ
৪. ১৫০১-১৫২০ এর পেইন্টিংসমূহ
৫. ওয়ার্কশপে এর অনুলিপি
৬. এঙ্ঘিয়ারীর যুদ্ধ
৭. পেইন্টিং এর স্টাডি(১)
৮. পেইন্টিং এর স্টাডি(২)
৯. মানুষের মাথার স্টাডি
১০. বিবিধ স্টাডি
১১. এনাটমি স্টাডি
১২. প্রকৃতি স্টাডি
১৩. প্রকৌশলী থীম স্টাডি
১৪. মানচিত্র
১৫. স্হাপত্যকলার স্টাডি
১৬. ভাস্কর্য এবং ভাস্কর্যের স্টাডি
------------------------------------------------------
ব্লগার সৈয়দা তাহমিনা বেগম সীমার ইতালীর কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির ব্লগটিতে পোষ্ট করতে চেয়েছিলাম এখান কার লিংকগুলো। কিন্তু মডারেশনের শৃঙ্খল দেখে আলাদা পোষ্ট শ্রেয় মনে করলাম।
------------------------------------------------------
ইলাস্ট্রেশনে ব্যবহৃত চিত্র:
মানবভ্রুনের স্টাডি
অংকন কাল: ১৫০৯-১৫০১৪ খ্রিষ্টাব্দ।
মাধ্যম: লাল এবং কালো চকের ওপর কলম এবং কালির ওয়াশ।
বর্তমানে উইন্ডসরের রয়্যাল লাইব্রেরীতে সংরক্ষিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।