সকল অন্ধকারের হোক অবসান
লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা নতুন পোট্রেট পাওয়া গেছে। ছবিটি উনবিংশ শতাব্দীর জার্মান পেইন্টিং হিসেবে ক্যাটালগভুক্ত ছিলো। তখন এর দাম ছিলো প্রায় ১৯ হাজার ডলার।
সম্প্রতি লক্ষ্য করা গেছে- ছবিটির এক কোনায় আঙুলের ছাপ ভিঞ্চির ছাপের সঙ্গে মিলে যায়। ভ্যাটিকেনে রাখা ভিঞ্চির সেন্ট জেরোমি ছবির গায়ে ভিঞ্চির যে আঙুলের ছাপ তার সঙ্গে সাম্প্রতিক এই পোট্রেটের ছাপ হুবহু মিল।
প্যারিসের পরীক্ষাগারে এই মিল ধরা পড়ে।
দুটি ছবির আঙ্গুলের ছাপই বাম হাতের। ভিঞ্চি বা হাতি ছিলেন। তাছাড়া পোট্রেটে আঁকা নারীর চুলের স্টাইল ১৫শ শতাব্দীর- ফ্যাশনটিকে বলা হয়- মিলানিস ফ্যাশন। সেটাও ভিঞ্চির সময়কার।
কার্বন পরীক্ষাতেও ছবিটি সেসময়কার তা প্রমানিত হয়েছে। তবে আরো কিছু সূক্ষ্ম পরীক্ষার পর ১০০ভাগ নিশ্চিত করা যাবে- এটি ভিঞ্চির নতুন আবিষ্কৃত ছবি। এর আগে ছবিটর প্রকৃত আঁকিয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।