নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বুধবার সাংবাদিকদের বলেন, “দুয়েকদিনের মধ্যে তফসিল নিয়ে আমরা বসব। এরপর আগামী সপ্তহেই তফসিল হতে পারে। ”
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ও তিন কমিশনার মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন,“সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আমরা রাষ্ট্রপতির সহায়তা চেয়েছি। উত্তরে রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতার মধ্যে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
”
সংবিধান অনুযায়ী, ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে কমিশনকে। নিয়ম অনুযায়ী, নির্বাচন কবে হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে লিখিত পরামর্শ দেবেন। সে অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এবং ভোট হবে।
নির্বাচনের সময় দায়িত্ব পালনের জন্য সরকার ইতোমধ্যে ‘সর্বদলীয়’ মন্ত্রিসভা গঠন করেছে। তবে এই সরকারে যোগ দেয়ার আহ্বানে বিরোধী দল সাড়া দেয়নি।
এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলেও তারা ঘোষণা দিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।