আমাদের কথা খুঁজে নিন

   

মহাশূন্য মন

ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড

জানালার ওপাশে অন্ধকার দিন আজ ঝড় ও বৃষ্টিমুখর মুহূর্ত একাকার আশপাশে বাতাসে একদা বসন্তের সবুজ পাতাদের সপাট হলুদ পতন যেন এক সময়ের সতেজ স্বপ্নের ঝড়ে পড়ার প্রতিচ্ছবি। আজ দিনভর কাঁদবে আকাশ সেই সাথে মনও। দূরে দ্রুত শব্দে মিলিয়ে যাবে মোটরকার বৃষ্টিচ্ছটায় এক ছাতার নিচে মিশে যাবে প্রেমিক-প্রেমিকা সাইকেল আরোহী শাপ শাপান্ত করে দ্রুত মিলিয়ে যাবে ঝাপসা দৃষ্টিসীমায়। আজ বিচ্ছিন্ন মন দূরে বহুদূরে ছুটে যাবে অজানা গন্তব্যে কারণ কীসের খোঁজে বের হয়েছিলো সে, ভুলে গেছে বহু আগেই তা। আজ ঝড় ও বৃষ্টিমুখর দিনে ফেলে আসা চিরসোনালী এক একটা মুহুর্ত মনে পড়বে আজ বিষন্ন থেকে বিষণ্নতর হবে মনের আকাশ পরিপার্শ্বে একাকারে মিলে যাবে তার রং আজ বিশাল থেকে বিশালতর হবে শূন্যতা । আজ মন হবে মহাশূন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।