Change the World
সম্প্রতি নাসার পাঠানো রোবট আর-২ মহাশূন্য থেকে টুইট করছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ক্রু’দের কাজে সহায়তা করার জন্য প্রথম অ্যান্ড্রয়েড রোবট আর-২ কে সেখানে পাঠিয়েছিলেন বিজ্ঞানীরা। জানা গেছে, আর-২ রোবটটি তার মহাশূন্যের রোমাঞ্চকর অভিজ্ঞতা টুইটারের মাধ্যমে জানিয়েছে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ইতোমধ্যেই করা টুইটে আর-২ জানিয়েছে, ‘ হ্যালো ওয়ার্ল্ড! মাই নেম ইজ রোবোনাট ২-আর ২ ফর শর্ট। ফলো মাই অ্যাডভেঞ্চার হিয়ার অ্যাজ আই প্রিপেয়ার ফর স্পেস’।
জানা গেছে, আর-২ রোবটটির ওজন ১৫০ কেজি। হাত-পা, কোমর এবং মাথা বিশিষ্ট আর-২ কথা বলতে না পারলেও টুইট করার কাজে এটি বেশ দক্ষই বলতে হবে।
জানা গেছে, @ AstroRobonaut. নামের নতুন টুইটার অ্যাকাউন্টে তার পরবর্তী কাজ বিষয়ে আপডেট পাঠানো শুরু করেছে আর-২।
নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস ইন্টিগ্রেশন অফিসের পরিচালক জন ওলসন জানিয়েছেন, ভবিষ্যত প্রজন্মের রোবট পৃথিবী এবং পৃথিবীর বাইরেও কাজ করতে সক্ষম হবে। মানুষের বদলি হিসেবে কাজ করতে না পারলেও মানুষের সঙ্গী হিসেবে এরা কাজ করতে পারবে।
’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।