আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যাশা

জান্‌তে বড় সাধ জাগে, দুজনার ক্ষয়ে যাওয়া দিনগুলি আজ মনে পড়ে কি তোমার নাকি স্মৃতিরা দিয়েছে ফাঁকি? উদয়ের আবীর মেখে, লাল শাড়ী পরে খোলা কাগজের আড়ালে বসে কি আমায় ভাবো? নাকি ভাবার অবসর নেই? এখনো কি ক্লান্ত দুপুরে তোমার ভেজা চুলের জলে, আমার শুকনো চেরির ফুল সজীব হয়ে উঠে? নাকি পাপড়ীগুলি অতীত হয়ে হারিয়ে গেছে? আজও কি উদাস বিকেলে বসে, আনমনে পড়ে যাও 'তুমি আছ বলে' কবিতাখানি? নাকি বিকেলটাও গেছে হারিয়ে, সময়ের টানাপোড়নে? আজও কি গভীর রাতে একা বসে থেকে, ড্রেসিংয়ের আয়নায় দাঁড়িয়ে, ভেবে যাও নরীর নিগূড় তত্ত্বখানি। নাকি সময় পাওনা? আমায় ভুলে যাবে বলে! আমি আজ ক্ষয়ে যাওয়া স্মৃতি নিয়ে, জীবনের স্বাদ ঘোলে মিটাই। আর একা বসে অস্ত রাগের গান গাই! তোমার ফেলে যাওয়া প্রেমের অমৃত সুধা, এক ফোঁটা করে গিলে খাই। যদি আর একটু বেঁচে থাকা যায়.....। অপরাজিতা, তুমি হারিয়ে যাও ভুলে যাও সব পুরানো আবেগ।

এসব অনুভূতি এ যুগে ভীষন ডিজগাস্টিং!!! প্লিজ তুমি হাত বাড়িওনা। আমি করুনা চাইনা, কিংবা চাইনা ভিক্ষে করা ভালোবাসা। আমি বাঁচতে চাই তোমার স্বতঃস্ফূর্ত ভালোবাসায়। তোমায় ভালোবাসি অপরাজিতা, বড় বেশি ভালোবাসি। এমন ভালোবাসাটাও বোধহয় অপরাধ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।