ধুর
কয়েকদিন আগে Robosapien: Rebooted মুভিটা দেখলাম, IMDB তে মাত্র 4.4 রেটিং হলেও মুভিটা একটা স্বপন্ দেখায়, এমন একটা রোবটের, যে বন্ধু হতে পারবে, যার সাথে শেয়ার করা যাবে কথা, যে বুঝবে মনের কথা। মজার বিষয় হল মাত্র কিছুক্ষণ আগে আমাদের Techblog.com.bd এ ব্লগার রাহাত পোষ্ট করলেন এমন একটা লেখা, যা দেখে ভালই লাগল, কারণ তৈরী হচ্ছে ঐ রকম রোবোট।
আগামী বছর বাজারে আসছে রোবটটি, দাম এখনও ঘোষনা হয় নি। তবে দাম যাই হোক, কেনার সামর্থ্য হবেনা সহজেই বোঝা যায়। তবুও একবার দেখতে মন চায়।
পড়ুন এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।