আমাদের কথা খুঁজে নিন

   

কীভাবে খুব সহজেই শুরু করবেন নিজস্ব ইকমার্স ওয়েবসাইট



View this link যা যা লাগবে: একটি ডোমেইন নেম একটি ওয়েব সার্ভার সাবস্ক্রিপশন যে ওয়েব সার্ভারটি ভাড়া নিবেন সেটিকে আপনার ইকমার্স সাইটের ট্রাফিক সামলানোর মত শক্তিশালী হতে হবে। যদি মনে করেন, আপনার সাইটে ভিজিটরের সংখ্যা খুব বেশী হবে না, তবে শেয়ারড সার্ভার নিতে পারেন। তবে সাইটের পার্ফর্মেন্স নিশ্চিত করার জন্য ভিপিএস (ভার্চুয়াল প্রাইভেট সার্ভার) নেয়াটাই ভাল। এতে সার্ভারের প্রসেসর এবং মেমরির একটা অংশ আপনার সাইটের জন্য ডেডিকেটেড থাকবে। কীভাবে ইন্সটল করবেনঃ সার্ভার ভাড়া নেয়ার সময় নিশ্চিত হয়ে নিন এতে সিপ্যানেল আছে কী না এবং সিপ্যানেল এ 'সফটাকুলাস' ইন্সটল করা আছে কী না।

সফটাকুলাস দিয়ে মাত্র কয়েক ক্লিকেই একটি ইকমার্স সাইট চালু করা সম্ভব, কোন রকম টেকনিক্যাল দক্ষতা ছাড়াই। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইকমার্স প্লাটফর্ম হচ্ছে ম্যাজেন্টো। এটি যেমন শক্তিশালী, কাস্টমাইজেবল, তেমনি এর জন্য সিস্টেম রিকয়ারমেন্টও একটু বেশি। এরপরেই রয়েছে শপিফাই, বিগকমার্স, ভল্যুশন, জেনকার্ট, প্রেস্টাশপ, ওপেনকার্ট ইত্যাদি। অধিকাংশ প্লাটফর্মের বেসিক অংশটি ফ্রি।

তবে সাইটটিকে নিজের মত করে সাজিয়ে নিতে এবং বিভিন্ন দরকারী ফিচার যোগ করতে আপনার প্রয়োজন হবে বিভিন্ন থিম এবং মডিউল। এখানেই প্ল্যাটফর্মগুলোর ব্যবসা। তবে চলনসই একটি থিম ও কিছু মডিউল নিতে ১০/১৫ হাজার টাকার মত খরচ হতে পারে। আবার প্রয়োজন না থাকলে থিম বা মডিউল ছাড়া বেসিক সাইট দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন। বর্তমানে প্রচলিত প্লাটফর্মগুলোর তুলনামূলক আলোচনার জন্য ঘুরে আসতে পারেন এখানেঃ Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.