আমাদের কথা খুঁজে নিন

   

দামিনী, সাজিয়া আর ধর্ষনতত্ব....কিন্তু সত্যিকারের বিচার হবে কি?

আমার ৮ বছরের ছেলে জিঙ্গাসা করছিল, "মা, ধর্ষন কি? আগেতো কখন এই শব্দ শুনিনি?" একটি আট বছরের ছেলেকে আমি কি উত্তর দিব? সত্যিই তো, আট বছরের বাচ্চার কাছে "ধর্ষন" কি? ভারতে মেডিকেল ছাত্রী দামিনীর গনধর্ষনের ঘটনার পর ঘরে, বাইরে, হাটে, মাঠে, ঘাটে, টিভি, রেডিও, পত্রিকা, টকশো, অফিস পাড়া, স্কুল, কলেজ সর্বত্র একটি আলোচনা...ধর্ষন, ধর্ষন আর ধর্ষন। যেন আগে কখনও কেউ এ অপরাধের খবর জানতো না এইবারেই প্রথম জনসম্মুখে এ ধরনের অপরাধের বিবরন পাওয়া যাচ্ছে। আমরা কতজন দামিনীর খোজঁ রাখি?? কত দামিনী কত সাজিয়া দিনের পর দিন এ অত্যাচার সহ্য করেছে কিন্তু কিছু বলতে পারেনি সমাজের ভয়ে, তথাকথিত লোকলজ্জার ভয়ে। সমাজ তাকে শিখিয়েছে সহ্য করতে, মুখ বুজে সহ্য করতে কারন ধর্ষনের কথা মেয়েটির জীবনে নিয়ে আসবে আরো শতবারকটি আট বছরের ছেলেটির এ উত্তর জানা না থাকলে একটি আট বছরের মেয়ের জীবনে হয়তো ঘটে গেছে এর থেকেও ভয়াবহ ঘটনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।