আমারও লিখার অধিকার আছে......... টাঙ্গাইলের মধুপুরে ১৫ বছরের স্কুলছাত্রীকে চারদিন আটকে রেখে গণধর্ষণ করল মানুষরূপী কিছু নরপশু। ২৬ দিন আগে মেয়েটির জীবনে নেমে এসেছিল এই ভয়াবহ ক্ষণ। সে এখন মানসিক ভারসাম্যহীন। কিন্তু কি আশ্চর্য, আমাদের দৃষ্টি এখনও দিল্লীতে গণধর্ষণের স্বীকার 'দামিনীর' দিকে, যাকে নিয়ে ফেসবুক, ব্লগ এমনকি টুইটারেও চলছে প্রতিবাদের ঝড়। আর আমাদের দামিনীকে নিয়ে লিখার কেউ নেই। হবে না কোন আন্দোলন, প্রতিবাদ সভা কিংবা আলোচনা। মিডিয়াও দুই একটা নিউজ করে হাঁপিয়ে যাবে। আমাদের দামিনীরা চাপা পরে রবে খবরের অন্তরালে। হে সুসিল সমাজ আমাদের দামিনীদের নিয়ে ভাববার সময় কি আপনাদের হবে না? দেখুন না, আমাদের দামিনীদের চোখের জল নিরবে ঝরছে !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।