মাঝে মধ্যে পুরাই লুলা অবস্থা হয়ে যায় পুলাপাইনের পিকচার লাইক, ফলোওয়ার , অদ্ভুত কমেন্টস দ্যাখে । চিন্তা করি এটা কি স্ট্যাটাস (যেমন good morning,everybody) হল যে পুলাপাইনে এতগুল লাইক মারে । আবার কমেন্টস এও দেখি বিভিন্ন দেশের ফেসবুকানরা আও ফাও কমেন্টস কইরা ভরে দিল কমেন্টস ঘর :v । ফলোওয়ার তো কথায় নেই । তাই চিন্তা করতে করতে গুগল মামার কাছে গেলাম ।
গিয়ে তো পুরাই পাঙ্খা হয়ে গেলাম :v ,অনেকগুল সাইট পেলাম , কিছু কিছু সাইট আছে যেখানে লাইক এর বিনিময়ে লাইক , আবার কিছু সাইটে পয়েন্ট অর্জন করে পয়েন্ট গুলো দিয়ে লাইক ,শেয়ার, কমেন্টস , ফলোওয়ার পাওয়া যায় । গতকাল বসে বসে এমন কিছু সাইট ভিজিট টেস্ট করলাম আমার মাল্টি নিকে ,দ্যাখে আমি ও হতবাক । এসব এর বিস্তৃতি সুধু ফেসবুকে সীমাবদ্ধ নয় , গুগল প্লাস, ইউটিউব, টুইটার , পিন্টারেস্ট প্রায় সব সাইটে কাজ করে । আবার এই টাইপ এর সাইট গুলো কতৃপক্ষ সাপোর্ট করে না । ।
এমন কিছু সাইট এর লিস্ট ঃ
like4like A-rank 4442
addmefast A-Rank~1900
youlikehits A-Rank~2100
twiends A-rank~4333
vagex A-rank~7,650 (For YouTube)
socialmediaexplode A-rank~16,853
traffup A-rank~ 9,723
socialclerks A-rank~ 13,590
shareyt A-rank~ 59,990
enhanceviews A-rank~ 38,520
u2bviews A-rank~ 21,399
swapes A-rank~29,450
(A-rank means alexa rank)
অনেকে এটা জানেন ,বাট যারা এখন ও এই কনফিউশনে আছেন তাদের জানানোর খুদ্র প্রয়াস মাত্র।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।