আমাদের কথা খুঁজে নিন

   

কুকুরের জন্য পেনশন !


উন্নয়নশীল দেশে যেখানে চাকুরী করেও পেনশন জোটে না। সেখানে ব্রিটেনে নটিংহামশায়ারে কুকুরের জন্য পেনশন ঘোষণা করেছে সেখানকার পুলিশ কমিশনার। পুলিশের উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত যেসব কুকুর অপরাধী ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের কর্মজীবন শেষে মানুষের মত পেনশন দিয়ে সম্মান জানানো হবে। পুলিশ বাহিনীতে দক্ষতার জন্য পুলিশকে নানা পুরস্কার ও সুযোগ সুবিধা দেওয়া হলেও কুকুরদের কিছু দেওয়া হয় না। এই উপলব্ধি কমিশনার পেডি ট্যাপিং এর ।

সেজন্য তিনি এই ঘোষণা দেন। পুলিশের কুকুর অবসর নেয়ার পর চিকিৎসা ব্যয়ে খরচ হবে পেনশনের অর্থ থেকে। প্রতি বছর চিকিৎসার জন্য ৫০০ পাউন্ড পাবে প্রতিটি কুকুর। প্রথম তিন বছর এই অর্থ টানা দেয়া হবে। কুকুরের পেনশন স্কিম ডিসেম্বর ২০১৩ থেকে চালু হবে।

আলোচিত কুকুর রোসিও এই অর্থ পাবে। কুকুর রোসি তার তদারকি অফিসার ম্যাট রোজার্সের জীবন বাঁচিয়েছিলও। প্যাডি টিপিং বলেন, পুলিশের কুকুর গুলো কর্মজীবন শেষে তাদের তদারককারী অফিসারদের বাসায় চলে যেতে হয়। সেখানে তাদের ভরণপোষণ চলে। এটি তাদের জন্য ব্যয়বহুল।

তাই পেনশন দিলে ভরণপোষণ কারীর ওপর তেমন চাপ পড়ে না। পূর্বের কয়েকটি পোস্ট কবর প্রথা ভাঙার ঘোষণা জাপান সম্রাটের ধর্ষণ মন্তব্যর প্রতিবাদে মিনিস্কার্ট সমাবেশ রংধনু গাছ ভারতীয় বিষয়বস্তু বেশি দেখানোয় জরিমানা ! মেরে ফেলো চীনের প্রত্যেককে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।