প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। শাফিক আফতাব--------
এই যে দেখছো, হাসি মুখে কথা বলছি
সঙ্গত আচরণ করছি সবার সাথে
গা ঘেষে গেলেও কিছু বলছি না কাউকে
এমনকি অকথ্যকথনে কেউ যদি গালি ছুঁড়ে মারে
তবুও।
তার মানে হাবা আমি
দুর্বল আমি,
আমি বুঝি না কিছু,
তবে শোনো কুকুর যদি শেয়াল তাড়া করে
কুকুর হঁাপায় না কি ?
এই কুকুর আর ছাগলের আর গরুর দেশে
মাইন্ড বলে কিছুথাকতে নেই, থাকলেই যত সমস্যা।
তাই দেখো, হাসছি, খুক খুক কর কাশছি,
অভিনয়ের মতো ভালোবাসছি, আর
গুড়ো সাবানে ধোয়ার মতোন ধুইছি যাপিত জীবনের
কষ্ট আর দুঃখগুলো
আর মানব সন্তানের কাছে অমৃত কথনের বাক্যমালা
ইতর মানুষের কাছে সঙ্গত আচরণ আশা করে তুমি, শুধু
কষ্টই পাবে, ফলত হাসো, ভিলেনের মতোন এক গাল হাসি
আর মেশো, এই মানব সন্তানের সাথে
মনে করো কুকুরের খামারে রাখাল ছেলে তুমি ...........
২২.০৬.২০১৩ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।