আমাদের কথা খুঁজে নিন

   

কুকুরের শহর ক্যাক্সিয়াস

জানতে চাই_জানতে চাই এবং জানতে চাই

শহরে মানুষের পাশাপাশি আরো কতো প্রাণীর বাস। তবে নাগরিক সুবিধা শুধু মানুষই পায়। আর তাই ব্রাজিলের ক্যাক্সিয়াস দো সুল শহরে একটি বেসরকারি সংস্থা গড়ে তুলেছে কুকুরদের জন্য বিশাল এক আবাসিক এলাকা। সোসিয়্যাড্যাড এমিগা ডস এনিমাইস নামের সংস্থাটির নামের অর্থই হচ্ছে পশু সমাজের বন্ধু। ডগ টাউনটি তারা চালু করেছিল ১৯৯৮ সালে।

আর ধীরে ধীরে এখন এই এলাকার বাসিন্দা দাঁড়িয়েছে ১৬ শ। সঙ্গে আছে দুই শ বিড়ালও। এর জন্য সংস্থাটিকে তিন একর জায়গা দান করেছে স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ। মাসে এখানে দরকার হয় প্রায় ১২ টন খাবার। পুরোটাই আসে দাতাদের কাছ থেকে।

তবে স্থানের অভাবে নতুন কুকুরের আবাসন আর সম্ভব হচ্ছে না বলে জানায় সংস্থাটি। অনেককে বিমুখ হয়ে ফিরে যেতে হচ্ছে। শহরে মানুষের পাশাপাশি আরো কতো প্রাণীর বাস। তবে নাগরিক সুবিধা শুধু মানুষই পায়। আর তাই ব্রাজিলের ক্যাক্সিয়াস দো সুল শহরে একটি বেসরকারি সংস্থা গড়ে তুলেছে কুকুরদের জন্য বিশাল এক আবাসিক এলাকা।

সোসিয়্যাড্যাড এমিগা ডস এনিমাইস নামের সংস্থাটির নামের অর্থই হচ্ছে পশু সমাজের বন্ধু। ডগ টাউনটি তারা চালু করেছিল ১৯৯৮ সালে। আর ধীরে ধীরে এখন এই এলাকার বাসিন্দা দাঁড়িয়েছে ১৬ শ। সঙ্গে আছে দুই শ বিড়ালও। এর জন্য সংস্থাটিকে তিন একর জায়গা দান করেছে স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ।

মাসে এখানে দরকার হয় প্রায় ১২ টন খাবার। পুরোটাই আসে দাতাদের কাছ থেকে। তবে স্থানের অভাবে নতুন কুকুরের আবাসন আর সম্ভব হচ্ছে না বলে জানায় সংস্থাটি। অনেককে বিমুখ হয়ে ফিরে যেতে হচ্ছে। (মূল : এখানে)



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।