প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোম্পানিটির বিভিন্ন ভূমিকা নিয়ে তামাশা করার জন্য টিশার্ট থেকে মগ পর্যন্ত বাজারে এনেছে মাইক্রোসফট।
প্রচারণায় গুগলবিরোধী বক্তব্যের মগটি সম্পর্কে বলা হয়েছে, “মগটিতে ১৫ আউন্স পরিমাণ যে কোনো প্রিয় পানীয় ঢেলে বিশ্বকে জানিয়ে দিন, গুগল আপনার ডিজিটাল জীবন নিয়ে ব্যবসা করতে চায় আর আপনি এখনও চুপ করে আছেন।”
এছাড়া একটি শার্টের গায়ের সামনে স্ক্রুগল লিখে তার চারদিকে ভণ্ড, প্রতারক, পরচর্চাকারীসহ বিভিন্ন নেতিবাচক কথা লিখে সাজানো হয়েছে। পণ্যগুলোর অধিকাংশের গায়েই গুগল ক্রোমসহ গুগলের পরিচিত ওয়েব ব্রাউজারগুলোর ছবি যুক্ত করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।