আমাদের কথা খুঁজে নিন

   

সাকা চৌধুরীর আইনজীবীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের খসড়া ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া তাঁর আইনজীবী ফখরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণার পর সাকা চৌধুরীর পরিবার রায় ফাঁস হওয়ার অভিযোগ তোলে।

২ অক্টোবর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ ট্রাইব্যুনালের কম্পিউটার থেকে রায়ের খসড়া ফাঁস হতে পারে মর্মে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির ভিত্তিতে পরে রায়ের অংশবিশেষ ফাঁসের ঘটনায় ট্রাইব্যুনালের পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী, সাঁটমুদ্রাক্ষরিক ফারুক হোসেন ও সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের সহকারী মেহেদী হাসানকে আসামি করে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়।

ডিবি সূত্র জানায়, নয়ন ও ফারুক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তাঁদের গ্রেপ্তারের পর আত্মগোপন করেন মেহেদী হাসান। বুধবার গ্রেপ্তার হন আইনজীবী ফখরুল ইসলাম।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।