একজন মানসিক রোগীর ব্লগে আপনাকে স্বাগতম!
-আপুনি,কেমন আছেন?
-এত্তগুলা ভালো আছি ভাইয়া
-ভাইয়া কেমন আছেন?
-ওর কথা আর বলোনা!এত্তগুলা পঁচা! !
-তাহলে প্রেম করেন ক্যান?
-ও আমাকে এত্তগুলা ভালোবাসে
-ও আচ্ছা!আপনার হারিয়ে যাওয়া জামাটি খুজে পেয়েছেন??
-আর বলোনা!আমার পুসিটা এত্তগুলা দুষ্টু!!ও জামাটা তুমার ভাইয়াকে দিয়ে দিয়েছিল!
-আপনি ইদানিং ফেসবুকে আমাদের বিনোদন দেননা কেন আপুনি?
-আসলে বিজ্ঞাপন আর নাটক নিয়ে এত্তগুলা বিজি থাকি!সময় পেলে ফটো আপ করি!
-একটা লাক্স সাবান কয়দিন ইউজ করেন??
-আমি তো প্রতিবারে একটুখানি লাক্স ই ইউজ করি।একটা লাক্সে দুমাস চলে যায়
-বাংলালিংকের বিজ্ঞাপনে তো আপনি আর শখ এত্তগুলা লাফান!তখনকার অনুভূতিটা যদি একটু বলতেন!
-হি হি হি!!নাচার আগে আমাদের পায়ে এত্তগুলা পিঁপড়া ছেড়ে দেওয়া হয়!!তাইতো এত্তগুলা লাফাতে পারি!!
-আপনাকে আমরা সত্যিই মিস করছি!!প্লিজ মাঝে মাঝে কিছু মজার পোস্ট দিয়ে আমাদেরকে স্ট্যাটাসের খোরাক দিয়েন।
-হুম!তুমাদের দুঃখ আমি বুঝি!বিজ্ঞাপন এবং লাক্স সুন্দরী ট্রফিটা আমাকে যতটা পরিচিত করেনি ফেসবুকাররা তার চেয়ে অনেক বেশি পরিচিত করে তুলেছে আমাকে!
-এত্তগুলা ভালো থাকবেন আপুনি
-তুমিও এত্তগুলা ভালো থেকো
রিয়েলি,উই আর মিসিং মেহজাবিন !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।