আমাদের কথা খুঁজে নিন

   

নারীর চোখে আদর্শ পুরুষের কি কি বৈশিষ্ট্য থাকা চাই?

আদি - অনন্ত

১. ভারি কণ্ঠ ২. পেশীবহুল, একহারা এবং অ্যাথলেটিক দেহের অধিকারী ৩. বাদামী চোখ ৪. ছোট কাল চুল ৫. রুচিশীল পোশাক সম্পর্কে ধারণা আছে ৬. স্টাইলিশ ৭. পানীয়ের ব্যাপারে সচেতন ৮. অধূমপায়ী ৯. রুচিশীল জিন্স, শার্ট এবং ভি গলার গেঞ্জি বাছাইয়ে পারদর্শী ১০. মাত্র ১৭ মিনিটেই বাইরে যেতে প্রস্তুত হতে পারেন ১১. সৌখিনভাবে জীবনধারণে উপার্জনক্ষম ১২. পরিবারের বন্ধন চান ১৩. কেনাকাটা পছন্দ করেন ১৪. গোশত খেতে পছন্দ করেন ১৫. গোসলে বাছাই করা সাবান ব্যবহার করেন ১৬. ক্লিন শেভ করেন ১৭. মসৃন চওড়া বুক ১৮. ফুটবল খেলা দেখতে পছন্দ করেন ১৯. স্টাইলিশ গাড়ি চালান ২০. শিক্ষিত ২১. অন্তত প্রেমিকা বা স্ত্রীর চেয়ে বেশি আয় করেন ২২. কৌতুক করেন এবং নিজেও হাসেন ২৩. সঙ্গিনীর মন খারাপে তারও মন খারাপ থাকে ২৪. সত্যিকার অর্থেই সঙ্গীনিকে ভালোবাসেন ২৫. অন্য নারীর দিকে তাকালে তা স্বীকার করেন ২৬. ড্রাইভিং লাইসেন্স আছে ২৭. সাঁতার কাটতে পারেন ২৮. বাইক চালাতে দক্ষ ২৯. গাড়ি বা বাইকের চাকা বদলাতে পারেন ৩০. প্রতিদিন নিজের মায়ের খোঁজ নেন [সংগৃহীত]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।