আমাদের কথা খুঁজে নিন

   

কেনো উল্লাসিত ছেলেগুলো এক সময় নীরব হয়ে হারিয়ে যায়.

ওরা দিনের আধারে ঘুমায় ওরা রাতের আলোতে হাটে, ইটের দেয়ালে মাথা রেখে ওরা হৃদয় খুলে হাসে । ওরা ভালোবাসা বিলিয়ে যায় ,ওরা কষ্ট লুকিয়ে বাচে ।

নীলক্ষেত থেকে মোটা একটা কাগজ কিনে এনে তাতে মনের কথা গুলো লিখে মুক্ত্মন্ঙ্গনে দাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটা বক্তৃতা দেয়া দরকার ,কিন্তু ইচ্ছা হচ্ছে না ... এই তো গতো সেমিস্টার ফাইনালের আগে মহা টাইফয়েড শুরু হয়ে গেলো , পরীক্ষা তো দুরে থাক জীবন নিয়ে টানাটানি ,ভাবলাম বাড়ি চলে যাবো ,সেমিস্টারটা গ্যাপ দিবো... হঠাৎ ভাগ্য ক্রমে পরীক্ষার আগের দিন মনে হলো শরীর কিছুটা সুস্থ , দু একজন ছাড়া প্রায় সবাই উৎসাহ দিলো এক্সাম দাও, জীবনের অন্যতম সেরা একটা জটিলতায় পড়েছিলাম এসময় , সে অন্য একটা কারনে ,তারপর খুড়িয়ে খুড়িয়ে হেটে এক্সাম দিলাম ,দুদিন আগে রেসাল্ট বের হলো ,রেজাল্ট বোর্ডের সামনে গিয়ে হতভম্ভ তাকিয়ে রইলাম, রেসাল্ট দেখে হঠাৎ মনে হলো আব্বাকে জানানো দরকার , আমি অবাক হয়ে স্রস্টার আমার প্রতি ভালোবাসা দেখতে লাগলাম ,আমি খুব ভালো রেজাল্ট করতে পারিনি , কিন্তু যে অসুস্থতা নিয়ে এক্সাম দিয়েছিলাম আর যে জটিলতায় সেসময় পড়েছিলাম তা ভাবলে মনে হয় আমি এখনো স্বাভাবিক আছি কিভাবে ? আজকাল উল্লাস করা হয় না , আমি ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত কখনো ১ম এবং ২য় সাময়িক পরীক্ষায় অংকে পাস করতে পারিনি , যতগুলো অব্জেক্টিভ এখন পর্যন্ত আন্দাজে দাগিয়েছি সব ভুল হয়েছে ,যখন ফাইনালের রেজাল্ট দিতো আমি রেজাল্ট দেখে অনেক অনেক উল্লাস করতাম , কারন ফাইনালে আমি অংকে পাস করতাম , আমি জানিনা দু তিন দিন থেকে এতো ভালো লাগছে কিন্তু কেনো জানি উল্লাস আসছে না , কেনো আসছেনা তাও জানিনা , আমার উল্লাস করার কথা , আমি তো পাস করেছি , আমি বোধ হয় কিছুটা বুঝতে পারছি কেনো উল্লাসিত ছেলেগুলো এক সময় নীরব হয়ে হারিয়ে যায় , কেনো পলাশী থেকে শাহবাগ হেটে আসতে ৩০ মিনিটের যায়গায় ১ ঘন্টা লাগে , মানুষের জীবন গুলো অনেক সহজ জানেন , আমরা নিজেরাই জীবনটাকে জটিল বানাই ,জটিল বানিয়ে নিজেরাই হাসফাস করি , অবশ্য কখনো কখনো আপনা থেকেও জটিল হয়ে যায় । কিছু করার থাকে না .... জীবন আহত হয়ে যায় , অন্ধ রাতে রাস্তার পাশে ফেলে দেয়া কাগজের আগুন থেকে উড়ে উড়ে আসা ধোয়া মতো এদিক এদিক ঘুরে বেড়ায় ,সমাধান আসে না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.