ছোট কালে আমি আমার এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে স্কুল করতাম । একদিন স্কুল থেকে আসার পথে ঐ এলাকার এক ক্যাডারের ছোট ভাইকে চড় মেরে বসলাম । চড় মারার সময় আমার এক বন্ধু উপস্থিত ছিল । এরপরের দিন বেড়াতে যাই । আমার অনুপস্থিতে আমার ঐ বন্ধু নিজেকে স্কুলে জাহির করার লক্ষ্যে এবং ক্রেডিট বাড়ানোর জন্য বলল যে সেই চড় মারছে ।
ঘটনার ৫ দিন পর স্কুলে যেদিন যাই সেইদিনই ঐ বন্ধুকে এলাকার ক্যাডার এসে চড় থাপ্পর মেরে যায় । অন্যের ক্রেডিট নিজের চালাতে গিয়ে একটা চরম বিপদে ফেলে ।
এবার আসি মূল কথায় । যার সাথে উপরের মিল কমই ।
ভারতের মিডিয়া যখন স্পট ফিক্সিং এর ঘটনা ধামাচাপা দিচ্ছে সেখানে নিজেদের ক্রেডিট / কাটতি বাড়ানোর জন্য প্রথম আলো তথা *দির ভাইয়ের পত্রিকা দেশের ক্রিকেটকে লজ্জায় ফেলতে কোন কুন্ঠাবোধ করেনা ।
একদিন ঠিকই ক্রেডিটের সুদ সহ উসুল করে নেয়া হবে.....
আর ক্রিকেট টিমের প্রতি আপনাদের ভালবাসি দেখে গলায় ছুরি চালিয়ে দিবেন তা হয় না...
লিখাটা ফেসবুকে প্রকাশিত. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।