প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে বিরোধী দলকে আগামীকাল বুধবারের অবরোধ প্রত্যাহার বা স্থগিত করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিরোধী দলের এ সিদ্ধান্তের জন্য বেলা তিনটা পর্যন্ত অপেক্ষা করবেন মন্ত্রী। এর মধ্যে যদি তারা দয়াশীল না হয়, তা হলে তিনটার পর আগামীকালের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বিরোধী দলের অবরোধ কর্মসূচির কারণে আগামীকালের সমাপনী পরীক্ষা হবে কি না, এমন উদ্বেগের মধ্যে মন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এই প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রায় ৩০ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। আমি বিরোধী দলের প্রতি আহ্বান জানাব, এই নতুন প্রজন্মের প্রতি দয়াশীল হয়ে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার বা স্থগিত করবে।’
আগামীকাল সমাপনী পরীক্ষায় সাধারণ বিজ্ঞান পরীক্ষা রয়েছে। আজ পরীক্ষা নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।