টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed একটু আগেই শুনলাম, এইচ এস সি'র পরীক্ষার্থীরা আগামীকাল আন্দোলনে নামার পায়তারা করছে। মূলতঃ বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা বেশ ক্ষুব্ধ এবারের এইচএসসি পরীক্ষার রুটিন নিয়ে।তাদের বক্তব্য, জাতিকে পঙ্গু করার জন্যই এমন রুটিন ! একটু হাসিও পেল যে কথায় কথায় আন্দোলন এবং অনেকেরই প্রথম ধারণা, 'শহীদ মিনারেই শুরু হবে মনে হয়'। যাই হোক, রুটিনের সমস্যা নাকি তিনটা: রসায়ন, জীববিজ্ঞান আর পদার্থবিজ্ঞান। আমি বুঝলাম না, ও লেভেল আর এ লেভেলে যদি একদিনে দুইটা পরীক্ষাও দিতে পারে ছাত্র-ছাত্রীরা, তাহলে একদিন ছুটি পেয়েও কেন পরীক্ষা দিতে পারবে না দেশের বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।