সোমবার রাতে কুমিল্লা মহানগরীর মনোহপুর সোনালী ব্যাংকের নিকট ১৮দলের সাথে পুলিশের সংঘর্ষে দেলোয়ার নামের একজন নিহতের ঘটনায় ২৪৭জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার এসআই বিকাশ মন্ডল বাদী হয়ে ২৭জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২২০জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন ও পুলিশের উপর হামলা আইনে এ মামলা দায়ের করেন। দেলোয়ার(২৫) কুমিল্লা মহানগরীর দক্ষিণ চর্থার ফজর আলীর ছেলে।
উল্লেখ্য, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সোমবার রাতে কুমিল্লা মহানগরীতে ১৮ দলের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়।
পুলিশ এসময় মিছিলটি ছত্রভঙ্গ করতে ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে দেলোয়ার হাসপাতালে মারা যায়। পুলিশের দাবি নিহত দেলোয়ার হোসেন (২৫) ককটেলের আঘাতে মারা গেছেন। তবে ছাত্রদলের দাবি দেলোয়ার ছাত্রদলের কর্মী,তিনি পুলিশের গুলিতে মারা গেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।