কুমিল্লার লাকসামে পুলিশ ও ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক রিক্সাচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। মঙ্গলবার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে লাকসামের দৌলতগঞ্জের দীঘিরপাড় এলাকায় ১৮ দলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বেধে যায়।
এতে গুলিবিদ্ধ হয়ে লাকসাম অশ্বথতলা গ্রামের রিক্সা চালক বাবুল মিয়া(৪৫) মারা যান। আহত হন আরও অন্তত ১০ জন। আহতদের মধ্যে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাকসাম পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খোকন জানান, নিহত বাবুল মিয়া বিএনপি'র কর্মী।
১৮দলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি করলে বাবুল মিয়া নিহত হন। এতে ২০ নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে তিনি দাবি করেন।
লাকসাম থানার ওসি আবুল খায়ের বলেন, অবরোধকারীরা দৌলতগঞ্জ বাজারে ভাংচুরের চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছোড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৯৫ রাউন্ড রাবার বুলেট, ৩৪ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি, ৬ রাউন্ড পিস্তলের গুলিসহ মোট ১৩৪ রাউন্ড গুলি ও ৩ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
তিনি একজন নিহতের কথা স্বীকার করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।