দৈন্যটা যখন মাথাচাড়া দিয়ে উঠে, তখন নীতিটা আর ঠিকটাক মতো রাখা যায় না! না, আমি নিজে কোন বড় ধরনের নীতি বিসর্জন দিই নাই। চট্টগ্রামের এক দৈনিকের কর্মকর্তার কথায়, কিছু দিন নিয়মিত কলাম লিখে ছিলাম। কথা ছিল অন্তত পক্ষে আমার বিলগুলো নিয়মিত দেওয়া হবে। বেশ কিছু লেখা ছাপা হবার পর বিলের জন্য গেলাম ফেব্রুয়ারিতে, বলা হলো: এই মাসে আমাদের একটু ব্যস্ততা, আগামী মাস থেকে ঠিক দিয়ে দেব। গেলাম পরের মাসে, বলা হলো: এই মাসে আমরা প্রেস আর অফিস কিনে ছি, তাই লেখক বিল দিতে পারব না, আগামী মাসে ঠিক দিয়ে দেব। আজ ফোন করলাম, বলা হলো সরি, এই মাসে দিতে পারব না, আরো ক-মাস অপেক্ষা করতে হবে। শালাদের গালি দেওয়ার জন্য জুতসই কোন শব্দ খুঁজে পাচ্ছি না। শালারা কোটি কোটি টাকা দিয়ে প্রেস আর অফিস কিনতে পারে আর লেখকদের দেড়/দুহাজার টাকার বিল দিতে পারে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।