গতবারের মতো এবারও সেমিফাইনালেই শেষ হয়েছে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ মিশন। তবে এবারের মৌসুমের বিদায়টা কাতালানদের জন্য অনেক হতাশার, অনেক অপমানের। জার্মানির শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগ মিলিয়ে সাতটি গোল হজম করে বিদায় নিতে হয়েছে টিটো ভিলানোভার শিষ্যদের। এই নির্মম পরাজয়ের শোক ভুলতে তাই এখন ঘরের দিকেই নজর ফেরাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ লিগের শিরোপাটাই এখন যত দ্রুত সম্ভব নিশ্চিত করে ফেলতে চায় এই স্প্যানিশ জায়ান্ট।
প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এবারের মৌসুম। লা লিগায় বাকি আছে আর মাত্র পাঁচটি খেলা। ৩৩ ম্যাচ শেষে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১১। এই পরিস্থিতিতে কাতালানদের শিরোপা জয়টা প্রায় নিশ্চিতই বলা যায়।
তার পরও লা লিগার শিরোপাটা নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন জেরার্ড পিকে। তিনি বলেছেন, ‘আমাদেরকে লিগ শিরোপাটা জিততে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। আমরা হয়তো কিংস কাপ বা চ্যাম্পিয়নস লিগের পুরোপুরি কার্যকরী পারফরম্যান্স দেখাতে পারিনি। কিন্তু লা লিগায় আমরা ধারাবাহিকভাবে খুবই ভালো খেলেছি। ’
পিকের সঙ্গে গলা মিলিয়ে সেস ফেব্রিগাসও বলছেন লিগ শিরোপা জয়ের কথা, ‘চ্যাম্পিয়নস লিগে আমরা বিপর্যস্ত হয়েছি।
কিন্তু আমাদের সামনে এখনো লা লিগা শিরোপা জয়ের কাজটা আছে। ’
৫ মে লা লিগার খেলায় রিয়াল বেটিসের মুখোমুখি হবে বার্সেলোনা। —রয়টার্স।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।