১৮ দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিন গতকাল ককটেল হামলায় আহত ব্যাংক কর্মচারী আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন। নিহতের নাম আনোয়ারা বেগম (৪০)। তিনি ন্যাশনাল ব্যাংকে কর্মরত ছিলেন।
জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে অফিস থেকে ফেরার পথে খিলগাঁওয়ের তিলপা পাড়া এলাকায় সিটি করপোরেশন অফিসের সামনে ককটেল হামলার শিকার হন আনোয়ারা। বিস্ফোরণে তার মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর ৫টার দিকে আনোয়ারার মৃত্যু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।