বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে গতকাল সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে ১৮-দলীয় জোটের ডাকা সারা দেশে ৬০ ঘণ্টার হরতাল। তবে রাজধানীতে অনেকটাই ঢিলেঢালাভাবে পালিত হয়েছে শেষ দিনের হরতাল। সকাল থেকেই সড়কগুলোয় যানবাহনের পরিমাণ ছিল অনেক বেশি। তেমন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও শাহজাহানপুর ও শাহজাদপুরে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়েছে। এ ছাড়া তেজগাঁওয়ের বেগুনবাড়ী ও তিব্বত, মগবাজারের নয়াটোলা, খিলক্ষেতের নিকুঞ্জ এবং খিলগাঁওয়ে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল ও হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৮ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভোর সাড়ে ৫টার দিকে গুলবাগ পাওয়ার হাউসের সামনে পুলিশকে লক্ষ্য করে পিকেটাররা পর পর চারটি ককটেল ছোড়েন। পুলিশ ধাওয়া দিলে পিকেটাররা গলির মধ্যে ঢুকে পড়ে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশকে পাল্টা ধাওয়া দেন। একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে।
এতে সাদ্দাম হোসেন (২২), মোহন (২২), শান্ত (২২) ও সিকিউরিটি গার্ড আনোয়ার (২৮) গুলিবিদ্ধ হন। সকাল সাড়ে ৬টায় বাড্ডার শাহজাদপুরে ঝটিকা মিছিল করে জামায়াত-শিবির। মিছিল থেকে ৯-১০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হলে পুলিশ এসে মিছিলকারীদের ওপর গুলি ছোড়ে। এ সময় জামায়াত-শিবির ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় কমপক্ষে সাতজন আহত হন। তাদের মধ্যে একজন পথচারী ও বাকিরা জামায়াত-শিবির কর্মী বলে জানা গেছে।
একই সময়ে গ্রিন রোডে শিবির মিছিল বের করে। সাড়ে ৭টায় তেজগাঁও তিব্বত মোড়ে এবং বেগুনবাড়ীতে ছাত্রদল, যুবদল ও মহিলা দল মিছিল করে। মিছিল থেকে তারা ৪-৫টি ককটেল বিস্ফোরণ, তিনটি গাড়ি ভাঙচুর ও একটি সিএনজি অটোরিকশা পুড়িয়ে দেয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। একই সময়ে রামপুরা থানা জাসাসের সাধারণ সম্পাদক মতিনের নেতৃত্বে জাসাস কর্মীরা হাতিরঝিল থেকে ঝটিকা মিছিল করেন।
সকাল ৮টার দিকে মুগদা মদিনা মার্কেট এলাকায় যুবদলের মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান খোকনকে দুটি ককটেলসহ আটক করে পুলিশ। একই সময়ে ইস্কাটনে তাঁতী দল মিছিল করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বেলা ২টার দিকে ছাত্রলীগের কর্মীরা ফটকে অবস্থান নেওয়ার সময় তাদের সামনেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় অজ্ঞাত দুই যুবক।
সকাল সাড়ে ৭টায় মিছিল করতে চাইলে তাতে ধাওয়া দিয়ে আনোয়ার ও আবদুল্লাহ নামে দুই শিবির কর্মীকে আটক করে গেন্ডারিয়া থানা পুলিশ। তাদের প্রত্যেককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে সূত্রাপুরে মিছিল থেকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবির। দুপুর ১২টায় মিছিল করে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় যুবদল। এদিকে, বেলা আড়াইটায় পরিদর্শনে জবি ক্যাম্পাসে এসে তৎক্ষণাৎ চলে যান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- খুলনা : সকালে বৈকালী মোড়ে পিকেটাররা একটি বেবিট্যাক্সিতে অগ্নিসংযোগ ও পিটিআই মোড়ে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করেন। পাইকগাছা থানা পুলিশ গতকাল জামায়াতের দক্ষিণ জেলা নায়েবে আমির অ্যাডভোকেট লিয়াকত আলী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ জেলা সভাপতি কাজী তমজিদ আলমকে গ্রেফতার করেছে। চট্টগ্রাম : সকালে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি পরে নূর মোহাম্মদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সিলেট : সকালে জেলা ও মহানগর বিএনপি জিন্দাবাজার থেকে মিছিল বের করে বন্দরবাজারে সমাবেশ করে।
এতে বক্তব্য দেন বিএনপি নেতা দিলদার হোসেন সেলিম, শফি আহমদ চৌধুরী, আবুল কাহের শামীম প্রমুখ। বরিশাল : সকালে নগরীর নাজিরের পুল থেকে বিক্ষোভ মিছিল করে মহানগর ১৮ দল। এছাড়া বগুড়া রোড বাংলাদেশ ব্যাংক মোড় থেকে মিছিল বের হয়। টঙ্গী : সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের কাছে একটি বাসে অগ্নিসংযোগ ও নিমতলী এলাকায় রেললাইন উপড়ে ফেলেছেন হরতালকারীরা। এ সময় দুটি ককটেলসহ যুবদলের এক কর্মীকে আটক করে পুলিশ।
পুলিশের নিক্ষিপ্ত রাবার বুলেটের আঘাতে তিন যুবদল কর্মী আহত হয়েছেন। বগুড়া : সকালে বউবাজারে ককটেল বিস্ফোরণ, শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন হরতাল সমর্থকরা। কলোনি, মফিজ পাগলার মোড়, বড়গোলা, হাকির মোড়, খান্দার এলাকায় হরতালের পক্ষে পিকেটিং করতে দেখা গেছে। বিভিন্ন স্থানে কমপক্ষে ৬টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ধুনটে হাসপাতাল রোড ও হুকুম আলী বাসস্ট্যান্ডে পিকেটিং ও ৭টি গাড়ি ভাঙচুর করা হয়।
জোটের জেলা আহ্বায়ক, বিএনপি সভাপতি ভি পি সাইফুল ইসলাম বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করায় তাকে অবাঞ্ছিত করা হলো। গাজীপুর : তৃতীয় দিনে চারটি ককটেলসহ ছাত্রশিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শহরের ভুরুলিয়ায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় টহল পুলিশ তাদের দেহ তল্লাশি করে ককটেল, কয়েকটি নেমপ্লেট ও কিছু বই উদ্ধার করে। পিরোজপুর : গতকাল শহরতলির রানীপুরে হরতালকারীরা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল খান সুমনকে কুপিয়ে আহত করেছেন। তারা সুমনের মোটরসাইকেলটিও পুড়িয়ে দেন।
পাড়েরহাট বন্দরে আবদুল হক নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করে তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছেন হরতালবিরোধীরা। চাঁদপুর : চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। ঘটনাস্থল থেকে পুলিশ আটক করেছে একজনকে। সকালে সদর উপজেলার বহরিয়া বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়।
সংঘর্ষে কয়েকটি দোকান ও বসতবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। কুমিল্লা : বুড়িচং উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে ওসি ও সাত পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। উপজেলা সদরে সকাল ১০টায় হরতাল সমর্থকদের একটি মিছিল বাজারের উত্তর পাশে গেলে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় ও ইটপাটকেল ছোড়া হয়। পুলিশ ছত্রভঙ্গ করতে ১১২ রাউন্ড শটগানের গুলি ও ১ রাউন্ড টিয়ার শেল ছোড়ে।
বড়াইগ্রাম (নাটোর) : হরতালের সমর্থনে এবং জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ আটক জোট নেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বড়াইগ্রাম উপজেলা ১৮-দলীয় জোট।
সরকার লুকোচুরি করছে : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে সরকার লুকোচুরি করছে। নির্বাচন কবে হবে, নির্বাচনকালীন সরকারের গঠন কাঠামো কী হবে, সংসদ কতদিন চলবে-কোনো কিছুই কেউ সঠিকভাবে বলছে না। মন্ত্রীরা একেক জন একেক রকম কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এটা অনেকটাই পরীক্ষা পেছানোর মতো অবস্থা।
তারা গোটা নির্বাচন নিয়ে লুকোচুরি করছে। জনগণকে ধোঁকা দিলে সরকার একদলীয় নির্বাচন করতে চাইছে। কিন্তু এটা মেনে নেওয়া হবে না। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৬০ ঘণ্টা হরতাল পালন শেষে গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি দাবি করেন, হরতালে চারজন নিহত হয়েছে।
এই সময়ে এক হাজার ৭০৭ জনের বেশি গ্রেফতার, ছয় হাজারের বেশি আহত এবং ২৬ হাজারের বেশি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের পরবর্তী কর্মসূচি 'শীঘ্রই' জানানো হবে। আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় না এলে রাজপথেই ফয়সালা হবে। এ সময় বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মেহেরপুর : গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ সড়কে হরতালবিরোধীদের হামলায় আহত হয়েছেন সাত বিএনপি সমর্থক।
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দি বাসস্ট্যান্ডে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি নেতা-কর্মীরা। বামন্দি বাজারে মিছিলে অংশ নিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। দিনাজপুর : সংঘর্ষ, বিক্ষোভ, মোটরসাইকেল ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া, অবরোধ, পিকেটিংয়ের মধ্য দিয়ে হরতাল শেষ হয়েছে। হাবিপ্রবিতে ছাত্রশিবির-ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হরতালে পুলিশ তিন বিএনপি ও জামায়াত কর্মীকে আটক করেছে।
ফেনী: দাগনভূঞার রামনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। দুপুর ১২টায় এমপি মোশাররফ গ্রুপের সমর্থকরা মিছিল নিয়ে রামনগর থেকে উপজেলা সদরে আসার পথে নোয়াখালী মহাসড়কের রামনগরে আকবর সমর্থকরা হামলা চালান। এতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। নোয়াখালী : সকালে মাইজদীর পৌর বাজার থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ আজাদ ও গিয়াস উদ্দিন সেলিমের নেতৃত্বে মিছিল করেন ১৮ দলের নেতা-কর্মীরা। মুন্সীগঞ্জ : সকালে শ্রীনগর উপজেলা বাজারে বিএনপি-যুবদল কার্যালয় ভাঙচুর করে আওয়ামী লীগ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেনের নেতৃত্বে বিএনপি-যুবদলের অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অফিস ভাঙচুর করা হয়। সিরাজগঞ্জ : সকালে হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করে সলঙ্গা থানা বিএনপি। ভোরে শহরের সাজ বিতান, মনসুর আলী অডিটরিয়াম, রেলগেট ও টুকু ব্রিজসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। হরতালে নাশকতা ও মন্দির ভাঙচুরের অভিযোগে পুলিশ জেলা যুবদলের সহ-সভাপতি রবিউল ইসলাম রুপো, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও যুবদল নেতা মাহমুদুল হাসান চৌধুরীসহ পাঁচজনকে আটক করেছে। বাগেরহাট : ফকিরহাট, মংলাসহ বিভিন্ন উপজেলার মহাসড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে হরতাল পালন করেছে বিরোধী দল।
এ সময় পুলিশ শরণখোলা ও কচুয়া থেকে পাঁচ বিএনপি ও জামায়াত নেতা-কর্মীকে আটক করে। শরণখোলায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে মহানগর যুবদল ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদল। এ সময় পুলিশের সঙ্গে যুবদল নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে যুবদলের সাগর প্রধান, জুয়েল রানা, মুছা, ওয়াসিম, আসলামসহ ১০ জন আহত হয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।